• ঢাকা
  • শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৩
আপডেট : ৫ আগস্ট, ২০২৩



গাড়িত উপর আছড়ে পড়ল বিশাল কনটেইনার, অলৌকিকভাবে অক্ষত ৬ যাত্রী

গ্রামীণ কণ্ঠ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কনটেইনারবাহী লরি উল্টে প্রাইভেট কারকে চাপা দেয়। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকায় ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। কনটেইনারে চাপা পড়ে গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও চালকসহ ছয় যাত্রী প্রাণে বেঁচে গেছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ এসে ঘণ্টাখানেকের চেষ্টায় সকাল ১১টার দিকে ক্রেন দিয়ে লরি এবং কনটেইনারটি সরিয়ে নেয়।
ফায়ার সার্ভিস কুমিরার সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, এটি ৪০ ফুট দৈর্ঘ্যের কনটেইনার ছিল। কনটেইনারসহ লম্বা লরিটি প্রাইভেট কারের ওপর পড়ে।

প্রাইভেট কারে থাকা কারো তেমন সমস্যা হয়নি। সবাই অক্ষত অবস্থায় ছিল।

তবে চালক সামান্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন