ভোলার মনপুরায় জেলে জালে ধরা পড়ল তিন কেজি ওজনের রাজা ইলিশ। পরে ইলিশটি রামনেওয়াজ মৎস্য ঘাটে বিক্রি করতে নিয়ে গেলে তা দেখার জন্য উৎসুক মানুষের ভিড় লেগে যায়।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মনপুরার পশ্চিম পাশে মেঘনায় আলমগীর মাঝির জালে ধরা পড়ে রাজা ইলিশটি।
আলমগীর মাঝি জানান, উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্য ঘাটের উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরীর মৎস্য আড়তের জেলে তিনি। তিন কেজি ওজনের রাজা ইলিশটিসহ অন্যান্য মাছ সেই আড়তে বিক্রি করতে আনেন। পরে রাজা ইলিশটি ১৩ হাজার ৩০০ টাকায় বিক্রি করেন। মাছটি কিনে নেন উপজেলা সিপিপি টিম লিডার এরফান উল্লা চৌধুরী অনি।
উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, এমনিতে মেঘনায় ইলিশের আকাল। বৃষ্টি পড়তে শুরু করলে এ রকম আরও ইলিশসহ বড় আকারের ইলিশ জেলেদের জালে ধরা পড়বে।
আপনার মতামত লিখুন :