• ঢাকা
  • সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৩
আপডেট : ৪ আগস্ট, ২০২৩



ডেঙ্গুতে লক্ষ্মীপুরের যুবকের মৃত্যু

গ্রামীণ কণ্ঠ

নোয়াখালী জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নেছার উদ্দিন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি বছর এ জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এটিই প্রথম। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন আরও ২৮ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৮ জন রোগী।

শুক্রবার (৪ আগস্ট) বিকালে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. আশরাফ বলেন, ‘জ্বরে আক্রান্ত হয়ে নেছার উদ্দিন প্রথমে রামগতিতে চিকিৎসা নেন। পরে বৃহস্পতিবার তাকে নোয়াখালীর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে আনা হয়। সেখানে নেছারের ডেঙ্গু শনাক্ত হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই তিনি মারা যান।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪১ জন। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১০ জন। জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৬১ জন। যাদের মধ্যে বেশির ভাগই সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। ডেঙ্গু রোগীদের সেবা নিশ্চিত করতে জেনারেল হাসপাতালে দুটি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আলাদা করে ডেঙ্গু ইউনিট করা হয়েছে। তবে সেগুলোতে শয্যা সংখ্যা কম।

আরও পড়ুন