• ঢাকা
  • সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ আগস্ট, ২০২৩
আপডেট : ১ আগস্ট, ২০২৩



ডেঙ্গু আক্রান্ত হাসান মাহমুদ

গ্রামীণ কণ্ঠ

ক্রিয়া প্রতিবেদক:

ডেঙ্গু পজিটিভ হয়েছেন জাতীয় দলের পেসার হাসান মাহমুদ। প্লাটিলেট স্বাভাবিকের চেয়ে কম ছিল গতকাল। আজ আরও একবার রক্ত পরীক্ষা করানোর কথা থাকলেও কিছুটা সুস্থ বোধ করায় সেটি আর করানো হয়নি। আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র হাসান মাহমুদের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে।

এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরে ৮ আগস্ট থেকে শুরু হবে ক্রিকেটারদের মূল অনুশীলন। তার আগে গতকাল থেকে চলছে রক্ত ও চক্ষু পরীক্ষা এবং ইসিজির মতো কিছু রুটিন মেডিকেল চেকআপ। কাল প্রথম দিনে ২০ ক্রিকেটারের স্ক্রিনিং হয়েছে। আজ হয়েছে ১২ ক্রিকেটারের। কিন্তু সঙ্গত কারণেই এখনো মাঠে আসেননি হাসান মাহমুদ।

মেডিকেল পরীক্ষা শেষে ৩ আগস্ট হওয়ার কথা ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। তবে পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত হাসানকে থাকতে হবে বিশ্রামেই।

আরও পড়ুন