• ঢাকা
  • শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৩
আপডেট : ২৯ জুলাই, ২০২৩



লক্ষ্মীপুরে প্রতারণা মামলায় কারাবন্দির মৃত্যু

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে রুহুল আমিন (৫৫) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুলাই) সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত রুহুল আমিন কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের শেখ আহম্মদের ছেলেন।

কারা কর্তৃপক্ষ জানায়, প্রতারণা মামলায় ২৬ জুলাই আদালত রুহুল আমিনকে কারাগারে পাঠায়। শনিবার ভোর রাতে হঠাৎ বুকে ব্যাথা উঠে তিনি অসুস্থ হয়ে পড়েন। এতে কারাগারে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জেলা কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অসুস্থ অবস্থায় রুহুল আমিনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, বুকে ব্যাথা নিয়ে হাজতিকে হাসপাতালে আনা হয়। এটি হার্ট অ্যাটাক ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

আরও পড়ুন