• ঢাকা
  • শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৩
আপডেট : ২৭ জুলাই, ২০২৩



লক্ষ্মীপুরে গর্তে পড়ে শিশুর মৃত্যু

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরে পানি ভর্তি একটি গর্তে মো. তাহসিন (দেড় বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। একমাত্র সন্তানের মৃত্যুতে অসুস্থ হয়ে পড়লে পিকআপ ভ্যানচালক মো. রতনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পরিবার সূত্র জানায়, আবিরনগর গ্রামের বাড়ির আঙিনায় তাহসিন খেলাধুলা করছিল। এরমধ্যেই সবার অগোচরে সে ঘরের পাশের পানি ভর্তি একটি ছোট গর্তে পড়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহত তাহসিনের চাচা মো. শিপন বলেন, ছেলের শোকে আমার ভাইও অসুস্থ হয়ে পড়েছে। তাহসিনের মৃত্যু সবার জন্য কষ্টদায়ক। পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরমান হোসেন বলেন, আমরা শিশুটিকে মৃত পেয়েছি। হাসপাতাল আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন