• ঢাকা
  • বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৩
আপডেট : ২৬ জুলাই, ২০২৩



সাংবাদিকদের সহযোগীতা চেয়েছেন লক্ষ্মীপুরের ডিসি

গ্রামীণ কণ্ঠ

জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস নয়ন, সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ জেলায় কর্মরত অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সংবাদকর্মী।

এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উপস্থিত সাংবাদিকরা টেকসই উন্নয়নে কমিশন বাণিজ্যই হচ্ছে প্রতিবন্ধকতা এ তথ্য তুলে ধরে জেলার স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, পর্যটনসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এছাড়া আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে জেলা প্রশাসককে সহযোগীতার আশ^াস দেন।

 

আরও পড়ুন