• ঢাকা
  • সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৩
আপডেট : ২৬ জুলাই, ২০২৩



ডেঙ্গুতে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪১৮

গ্রামীণ কণ্ঠ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ফের রেকর্ড ১৬ জনের মৃত্যু হয়েছে। এসময় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪১৮ জন।

২৫ জুলাই, মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

তাতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১১৬২ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৫৬ জন ডেঙ্গু রোগী।

 

বর্তমানে সারা দেশে ৭ হাজার ৯২৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৬৪৬ ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৩ হাজার ২৮১ জন।

 

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ২০১ জনের।

 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৩৭ হাজার ৬৬৮ জন। ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২২ হাজার ৩৪৯ জন ও ঢাকার বাইরে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা ১৫ হাজার ৩৩৯ জন।

আরও পড়ুন