• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৩
আপডেট : ২৫ জুলাই, ২০২৩



শুনানিতে ‘মাই লর্ড’ বলতে নিষেধাজ্ঞা হাইকোর্টের

গ্রামীণ কণ্ঠ

আদালতে মামলার শুনানির সময় বিচারপতিদের উদ্দেশ্য ‘মাই লর্ড’ বলতে নিষেধ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।

 

২৫ জুলাই, মঙ্গলবার সকালে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ নিষেধাজ্ঞা দেন।

 

এদিন সকালে বিচারকাজ শুরু হলে বিচারক শেখ মো. জাকির হোসেন বলেন, আপনারা আর ‘মাই লর্ড’ বলবেন না। এখনতো দাসত্বের সময় নেই, প্রভুরা চলে গেছে।

 

পরে আদালতের বাইরে এ বিষয়ে একটা নোটিশ টানিয়ে দেয়া হয়। বিশেষ ওই নোটিশে বলা হয়, অত্র বেঞ্চে সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীদের ‘মাই লর্ড’-এর স্থলে ‘ইওর অনার’ বা ‘স্যার’ সম্বোধন করার নির্দেশ প্রদান করা হলো।

 

 

ওই বেঞ্চের বেঞ্চ অফিসার মনির হোসেন এ আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নির্দেশ শুধু মাত্র আমাদের এই বেঞ্চের জন্য প্রযোজ্য, অন্য বেঞ্চের জন্য না।

 

আদালতের এ আদেশে সন্তোষ জানিয়ে আইনজীবী মো. আজমল হোসেন বলেন, হাইকোর্টের এ নির্দেশনায় আমরা খুশি। বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি অনেক খুশি। তার কারণ ‘মাই লর্ড’ অর্থ ‘আমার প্রভু’। আমাদের ইসলাম ধর্মে শিরক হারাম। তাই মাই লর্ড বললে এক ধরনের শিরক হয়। এ নিদর্শনার পর অন্তত এই বেঞ্চে গেলে মাই লর্ড বলতে হবে না।

আরও পড়ুন