• ঢাকা
  • বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৩
আপডেট : ২০ জুলাই, ২০২৩



রামগতির আলেকজান্ডার কামিল মাদরাসার অধ্যক্ষের জেল

গ্রামীণ কণ্ঠ

নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় মো. ওমর ফারুক নামের এক অধ্যক্ষকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) বিকেলে বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এ রায় ঘোষণা করেন। পরে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ওমর ফারুক লক্ষ্মীপুর জেলার রামগতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আলেকজান্ডার এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি রামগতি চর আলেকজান্ডার কামিল মাদরাসার অধ্যক্ষ ছিলেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আবুল কাশেম সন্ধ্যায় রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আসামি ওমর ফারুককে এক ধারায় দুই বছর ও আরেক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, অধ্যক্ষ থাকাকালে আসামি ওমর ফারুক গভর্নিং কমিটির অজান্তে মাদরাসার তহবিল থেকে চার লাখ ৮৪ হাজার ৮৯৫ টাকা আত্মসাৎ করেন। এছাড়া কমিটির অনুমোদন না নিয়ে মাদরাসাকে ওয়াকফ ট্রাস্টের তালিকাভুক্ত করে মাদরাসার অপূরণীয় ক্ষতি করেছেন।

মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন দুদকের তৎকালীন উপ-পরিচালক মো. তালেবুর রহমান।

আরও পড়ুন