• ঢাকা
  • সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৩
আপডেট : ১৭ জুলাই, ২০২৩



লক্ষ্মীপুরে ৬ দফা দাবিতে মাধ্যমিকের শিক্ষকদের বিক্ষোভ

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে চাকরি জাতীয় করনসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। সোমবার (১৭ জুলাই) সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করা হয়। মিছিলটি লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহসড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়।

এরআগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করে শিক্ষক নেতারা।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি মৃনাল কান্তি সাহা, আওলাদ হোসেন চৌধুরী, আবদুর রব হেলাল, শাহাব উদ্দিন, ইব্রাহিম খান ও সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

এসময় বক্তারা ৬ দফা দাবি চাকরি জাতীয়করণ, পুর্নাঙ্গ উৎসব ভাতা, পেনশন প্রবর্তন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বিধি মোতাবেক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উচ্চতর বেতন স্কেল প্রদান উপস্থাপন করেন।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান বলেন, চাকরি জাতীয়করন না হওয়ায় আমরা বর্তমান পরিস্থিতির সঙ্গে টিকতে পারছি না। দ্রব্যমূল্য বৃদ্ধিতে স্বল্প আয়ে খুব কষ্টে দিন অতিবাহিত করতে হচ্ছে। বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে আমাদের দাবি পূরণে প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণি কক্ষে তালা ঝুলবে।

আরও পড়ুন