• ঢাকা
  • শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৩
আপডেট : ১৭ জুলাই, ২০২৩



লক্ষ্মীপুরে অবৈধ অস্ত্র রাখার দায়ে যুবকের ১০ বছরের সাজা

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে অবৈধ অস্ত্র রাখার দায়ে মো. নুর নবী (৪০) নামে এক যুবকের ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (১৭ জুলাই) দুপুরে জেলা জজ ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি নু রনবী জামিনে গিয়ে পলাতক রয়েছেন। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্ত নুর নবী সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের ছমর উদ্দিন বেপারী বাড়ির নুরুল ইসলামের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, ২০২২ সালের ২৯ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে নুর নবীর বাড়িতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নুর নবী পালানোর চেষ্টা করে। তখন পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে অস্ত্র ও মাদক রাখার কথা স্বীকার করে। পরে তার কাছে থাকা একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করে ডিবি পুলিশ। ঘটনার সময় তার বাড়ি থেকে এক বোতল বিদেশী মদও উদ্ধার করা হয়। একইদিন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় নুরনবীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। তখন মদ উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক আরেকটি মামলা করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান একই বছরের ২৬ মে অস্ত্র মামলায় তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেন। এতে নুরনবীকে অভিযুক্ত করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন।

আরও পড়ুন