• ঢাকা
  • সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৩
আপডেট : ১৬ জুলাই, ২০২৩



সদরঘাটে ওয়াটার বাসডুবি, উদ্ধারে ফায়ার সার্ভিস

গ্রামীণ কণ্ঠ

সদরঘাটের তৈলঘাটে একটি ওয়াটার বাস ডুবে গেছে। উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

রোববার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওয়াটার বাসটি সূত্রাপুরের শ্যামবাজার থেকে নারায়ণগঞ্জের তৈলঘাট যাচ্ছিল। পথিমধ্যে মাঝ নদীতে বলগেটের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। কিছু যাত্রী সাঁতরে তীরে উঠলেও অনেকে নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফারুক রাসেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর উদ্ধারকাজে আমাদের তিনটি ইউনিট কাজ করছে।

আরও পড়ুন