• ঢাকা
  • রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৩
আপডেট : ১৩ জুলাই, ২০২৩



পুরুষরা পরকীয়ায় জড়িয়ে পড়ে যেসব কারণে

গ্রামীণ কণ্ঠ

পরকীয়া’ শব্দটি এখন অতি পরিচিত। বিবাহিত কোনো ব্যক্তির (নারী বা পুরুষ) নিজ স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কোনো ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত প্রেম বা যৌনসম্পর্কই হলো পরকীয়া। প্রতিদিন
খবরের কাগজ, বিভিন্ন সংবাদমাধ্যমে চোখ
রাখলেই আমরা পরকীয়া সম্পর্ক প্রচুর
পরিমাণে দেখতে পাই। বর্তমান বিশ্বের
পাশাপাশি আমাদের দেশেও এই পরকীয়া
সম্পর্কের প্রবণতা প্রবল বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে মোবাইল ফোন, ফেসবুক,
হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন প্রযুক্তি
মানুষের হাতের মুঠোতে, তাই পুরুষরা
পরকীয়ায় জড়িয়ে পড়ে অতি সহজেই।

আজকাল এই পরকীয়া সম্পর্ক প্রচুর পরিমাণে
বেড়ে গেছে। নারী বা পুরুষ উভয়েই জড়িয়ে
পড়ছে পরকীয়ায়। আসলে কী কারণে এই
পরকীয়া সম্পর্ক, কেন পরকীয়ায় জড়িয়ে পড়ে
পুরুষ?

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক
প্রতিবেদনে পরকীয়া সম্পর্কের কিছু কারণ তুলে
ধরা হয়েছে। সেগুলো হলো-

পারিবারিক অশান্তি

সংসার জীবনে বিভিন্ন সমস্যার কারণে স্বামী-স্ত্রীর
মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়, স্ত্রীর সাথে সম্পর্ক
হয়তো মধুর থাকে না। অনেক সময় সে ক্ষেত্রে
পুরুষ পরকীয়ায় জড়িয়ে পড়ে।

একঘেঁয়ে সম্পর্কে হাঁপিয়ে ওঠা করে।

লিপ্সা থেকে পরকীয়া

অনেক পুরুষের মধ্যে শখ থাকে আরেকটা শরীর
কেমন সেটা জানার। একটি মেয়েকে একজন
পুরুষ এত ভালবাসে মেয়েটির মধ্যে কি এমন
আছে যে সে তার পুরুষ সঙ্গী তাকে নিয়ে এত
সুখী। এই লিপ্সা থেকে পুরুষের মনে আসে
অন্যের স্ত্রীর প্রতি, অন্য নারীর প্রতি আসক্তি।

ফাঁদে পড়ে পরকীয়া

অনেক সময় নিজের প্রেমিক বা স্বামী থাকা সত্ত্বেও
অনেক নারী চেষ্টা করে অন্য পুরুষকে নিজের
প্রতি আকর্ষণ করানোর। ফলে পুরুষরা ফাঁদে
পড়ে ওইসব নারীর সাথে পরকীয়া সম্পর্কে
জড়িয়ে পড়ে।

সঙ্গীনির দূরে থাকা

চাকরিসূত্রে যদি জীবন সঙ্গীনি বা স্ত্রী দূরে থাকে।
শুধু স্বামী-স্ত্রীর যৌনসম্পর্ক না তাদের মধ্যে
যোগাযোগটাও ঠিক মতো হয়ে ওঠে না। স্ত্রীর
স্বামীর সাথে দাম্পত্য জীবনের বাক্যালাপটা ও
ঠিক মতো হয় না। সেখানে পুরুষরা পরকীয়ায়
জড়িয়ে পড়ে।

দায়বদ্ধতা না থাকা

পুরুষরা অন্যের স্ত্রী বা অন্য নারীর সাথে পরকীয়া
সম্পর্ক করতে পারে অতি সহজেই। যেহেতু
সেখানে কোনো দায় দায়িত্ব থাকে না। কোনো
কমিটমেন্ট করতে হয় না।

উপরোক্ত কারণগুলির জন্য পুরুষরা পরকীয়ায়
জড়িয়ে পড়ে। পুরুষদের এই পরকীয়া সম্পর্কে
জড়িয়ে পড়ার জন্য নারী পুরুষ উভয়েই
অঙ্গাঙ্গিভাবে যুক্ত।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর