ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষণ দলের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
সোমবার (১০ জুলাই) বিকেলে গুলশানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসবভনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এক ঘণ্টার এ বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. জমিরের নেতৃত্বে দলটির আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, উপকমিটির সদস্য তারিক হাসান ও ইমরানুল হাই শফি উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ বলেন, আজকের বৈঠক সিরিয়াস কিছু নয়। ওদের সঙ্গে আমাদের প্রধান বৈঠকটা আগামী ১৫ জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে হবে। সেদিন আপনাদের পুরো ব্যাপারটা জানানো হবে।
তিনি বলেন, আজকে সৌজন্যমূলক আলাপ-আলোচনা হয়েছে। অনেকটাই পরিচিত হওয়ার মতোই। নির্বাচন নিয়ে তেমন কথা হয়নি। ওনারা হয়তো পরবর্তী সময়ে আরও দলের সঙ্গে বসবেন, কথা বলবেন।
আপনার মতামত লিখুন :