নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইমাম হোসেন সুমনের বিরুদ্ধে এক প্রবাসী পরিবারের জমি দখল করে দোকানঘর নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে। সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে দত্তপাড়া পূর্ব বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় ভূক্তভোগী সৌদি প্রবাসী আহসান উল্যার স্ত্রী হোসেনেয়ার বেগম সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।
অভিযুক্ত সুমন দত্তপাড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি।
ভুক্তভোগীরা জানায়, দত্তপাড়া ইউনিয়নের ১১২ নং দত্তপাড়া মৌজায় ১২২, ১২৪ ও ১২৫ নং দাগে ৭ শতাংশ জমি রয়েছে। এরমধ্যে সড়কের পাশে ৪ শতাংশ নিজের দাবি করে ইউপি সদস্য সুমন জোরপূর্বক দখল করার চেষ্টা করে। এনিয়ে ২০১৪ সালে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে সুমন ও তার স্বজনদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি বিচারাধীন রয়েছে। এখনো মামলার রায় হয়নি। এরমধ্যেই সুমনরা ২০২০ সালে ১২ ডিসেম্বর জোরপূর্বক আহসানদের জমিতে থাকা বেশ কয়েকটি গাছ কেটে নিয়ে যায়। চলতি বছরের ৮ মার্চ ওই জমিতে নতুন করে দোকানঘর নির্মাণ কাজ শুরু করে। এতে বাধা দিতে গেলে আহসানের স্ত্রী হোসনেয়ারা ও সন্তানদেরকে বিভিন্ন ধরণের হুমকি দেওয়া হয়। পরে এ ঘটনায় হোসনেয়ারা জেলা পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ করেন।
হোসনেয়ারা বেগম বলেন, রাস্তা থেকে বাড়ি পর্যন্ত জমিটি আমাদের ক্রয়কৃত। কিন্তু সুমনরা তা জোরপূর্বক দখলের পাঁয়তারা করে। এনিয়ে ল্যান্ড সার্ভে ট্রাব্যুনালে মামলা চলমান রয়েছে। মামলা নিস্পত্তি না হতেই সুমন দোকান নির্মাণ কাজ শুরু করে। ইউপি সদস্য ও রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে তিনি জোরপূর্বক আমাদের বাসার কাজ বন্ধ করে দেয়। পুলিশ প্রশাসন থেকে দোকান নির্মাণ কাজ বন্ধ রাখতে বললেও তিনি শুনছেন না।
ইউপি সদস্য ইমাম হোসেন সুমন বলেন, আমার জমিতেই আমি দোকানঘর নির্মাণ করছি। হোসনেয়ারাদের জমি তাদের বাসার পেছনের পুকুরে। এখন তারা আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে দোকান নির্মাণে বাধা দিচ্ছে। এজন্য আমি তাদের বাসার কাজে বাধা দিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা বলেন, উভয়পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। তারা কেউই কথা শুনে না। জমি নিয়ে আদালতে তাদের মামলা রয়েছে। আদালত ছাড়া তাদের সমস্যা সমাধান সম্ভব নয়।
আপনার মতামত লিখুন :