• ঢাকা
  • বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ জুলাই, ২০২৩
আপডেট : ৭ জুলাই, ২০২৩



প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে তামিম

গ্রামীণ কণ্ঠ

বৃহস্পতিবার সন্ধ্যায়ই এমন একটা গুঞ্জন উঠেছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। চাউর হয়ে গিয়েছিল যে, তামিম ইকবালকে ডিনারের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সে খবর মিথ্যে নয়। হঠাৎ করে সব ফরম্যাটে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়া তামিমকে ডেকেছেন প্রধানমন্ত্রী।

বিসিবির এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তামিম আজ শুক্রবার পড়ন্ত বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গেছেন। তার সঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাও আছেন।

একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মাশরাফির প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার শিডিউল ছিল। তাতে তামিম সম্পৃক্ত হয়েছেন।

খেলাপ্রেমী ও ক্রীড়াবিদদের মাতৃস্নেহে আগলে রাখা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তামিম ও মাশরাফির সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেও গণভবনে ডেকেছেন বলে জানা গেছে।

আশা করা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তামিম তার সিদ্ধান্ত বদলাতেও পারেন।

আরও পড়ুন