লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন চৌধুরী রুবেল ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেয়া হয়।
এতে শেখ রাজুকে আহবায়ক ও মোঃ রাজিবকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। এছাড়া কমিটিতে মোঃ রাকিব পাটওয়ারী, মোঃ শাহীন আলম ও মোঃ ফরিদকে যুগ্ম আহবায়ক করা হয়।
কমিটির বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ চৌধুরী বলেন, চর কাদিরা ইউনিয়ন ছাত্রলীগকে গতিশীল করার লক্ষে আগামী তিন মাসের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আগামী নির্বাচনে এ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে প্রত্যেক ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা সক্রিয় মাঠে থাকবে।
এরআগে একই বিজ্ঞপ্তিতে চরকাদিরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক কমিটি বিলুপ্তি করা হয়।
আপনার মতামত লিখুন :