নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুর সদর উপজেলার ৮ নং দত্তপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৫ জুলাই) সকালে চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নুরুল আলম বাবলু ও সদস্য সচিব মোঃ ফারুক হোসেন মোল্লার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে নাজমুল হুদা মামুনকে আহ্বায়ক ও সৈকত হোসেনকে সদস্য সচিব করে ১৩ বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। এ কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলন প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটির যুগ্ন-আহ্বায়করা হলেন- সহিদুল ইসলাম (সাব্বির), সোহাগ হোসেন, শেখ রুবেল, রাকিব হোসেন, ইমাম হোসেন ইমন ও শরিফুল ইসলাম। সদস্যরা হলেন- ফরাদ হোসেন, বেলায়েত হোসেন, রিপন হোসেন, শামছুল ইসলাম ও ইসমাইল হোসেন।
আহ্বায়ক নাজমুল হুদা মামুন বলেন, বিগত দিনেও দলের সকল নির্দেশনা অনুযায়ী কাজ করেছি। এখন নতুন করে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মেলনের প্রস্তুতি নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :