• ঢাকা
  • শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ জুলাই, ২০২৩
আপডেট : ৩ জুলাই, ২০২৩



মিরসরাইয়ে ঝরনার কূপে ডুবে দুই পর্যটকের মৃত্যু

গ্রামীণ কণ্ঠ

চট্টগ্রামের মিরসরাইয়ে রূপসী ঝরনা দেখতে আসা দুই পর্যটকের মরদেহ পাওয়া গেছে। গত রবিবার (২ জুলাই) রাত ৯টায় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নুরুল আবছার (১৬) ও আরিফুল ইসলামের (১৭) মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, চট্টগ্রাম নগরীর ফিরোজশাহ এলাকা থেকে কয়েকজন বন্ধু মিলে রূপসী ঝরনা দেখতে আসে আবছার ও আরিফুল। ওইদিন সন্ধ্যার দিকে তারা নিখোঁজ হলে ঝরনার কূপে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস।

এরপর রাত ৯টার দিকে তাদের উভয়ের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নুরুল আবছার ফিরোজশাহ এলাকার মোহাম্মদ জামিলের ছেলে। তিনি স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। আর আরিফুল ইসলাম একই এলাকার জসিম উদ্দিনের ছেলে।

তিনি স্থানীয় একটি ডেকোরেশনের দোকানে কাজ করতো।
আবছারের বড় ভাইয়ের স্ত্রী পলি আক্তার বলেন, ‘রবিবার সকালে আবছার-আরিফুল তাদের আরো ৭ বন্ধু নিয়ে ঝরনা দেখতে আসে। সন্ধ্যায় নিখোঁজের সংবাদ শুনতে পাই।’

নিহত পর্যটকদের বন্ধু মোহাম্মদ আরমান হোসেন জানান, তারা সকলে ঝরনার উপরিভাগে উঠছিল।

সন্ধ্যার দিকে যখন সবাই নিচে নেমে আসছিল, তখন আবছার ও আরিফুলকে পাওয়া যাচ্ছিল না। পরে বিষয়টি ঝরনা এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানালে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, রূপসী ঝরনার কূপ থেকে আবছার ও আরিফুল নামের দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার রাত ৯টার দিকে তাদের উদ্ধারের পর রাত ১০টার দিকে পুলিশের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়।

মিরসরাই থানার ওসি কবির হোসেন জানান, মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন