• ঢাকা
  • শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ জুলাই, ২০২৩
আপডেট : ৩ জুলাই, ২০২৩



ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

গ্রামীণ কণ্ঠ

ফেনীর সোনাগাজীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ চন্দ্র শীল (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে সোনাগাজী মুহুরি প্রজেক্ট সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হন শুভ। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।

নিহত শুভ ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বেতাগাঁও গ্রামের কালীচরণ মহাজন বাড়ির জন্টু চন্দ্র শীলের ছেলে। তিনি ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ৫ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের জেঠাতো ভাই চন্দন চন্দ্র শীল বলেন, শুভ তার বন্ধুর সঙ্গে মোটরসাইকেলযোগে সোনাগাজীর মুহুরি প্রজেক্ট এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যান। সেখান থেকে গভীর রাতে ফেরার সময় মুহুরি প্রজেক্ট সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে শুভর মৃত্যু হয়।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, এ বিষয়ে আমি অবগত নই। কারণ এখন পর্যন্ত এ ঘটনাটি সম্পর্কে পুলিশকে কেউ কিছু জানায়নি।

আরও পড়ুন