• ঢাকা
  • সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ জুলাই, ২০২৩
আপডেট : ৩ জুলাই, ২০২৩



অধিকার আদায়ে ছাত্রলীগের ইতিহাস, বিজয়ের ইতিহাস

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব সংবাদদাতা: ‘ছাত্রলীগের নেতৃত্বেই পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা মাতৃভাষায় কথা বলার গৌরব অর্জন করেছি। ৭০ এর নির্বাচনেও আওয়ামী লীগের জয়ে ছাত্রলীগ সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। মহান মুক্তিযুদ্ধেও ছাত্রলীগ রনাঙ্গনে নিজেদের কৃতিত্ব দেখিয়েছে। যুগ যুগ ধরে অধিকার আদায়ে ছাত্রলীগের ইতিহাস, বিজয়ের ইতিহাস’।

রোববার (২ জুলাই) রাতে লক্ষ্মীপুর সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ ফোরামের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ঢাকার মোহাম্মদপুর থানার সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার এসব কথা বলেন। জেলা শহরের রোজ গার্ডেন চাইনিজ রেস্তোরায় এ আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে গঠিত ছাত্রলীগ অধিকার আদায়ের আন্দোলনে কখনো হারেনি, হারবেও না। সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরাই এ কৃতিত্ব সৃষ্টি করেছে। সেই কৃতিত্ব এখনো ছাত্রলীগের মাঝে ফুটে উঠছে’।

সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ ফোরামের সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হাছিবুর রহিম বাচ্চু, এএফএম জসিম উদ্দিন, মহিউদ্দিন বকুল, ইসমাইল হোসেন চৌধুরী, আহছান কবীর রিপন ও বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।

আরও পড়ুন