৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়েছে আরও একটি বিদেশি জাহাজ। জাহাজটির নাম এমভি পাভো ব্রেভ।
রোববার (২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান।
জাহাজটি শনিবার (১ জুলাই) মধ্যরাতে পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়।
এর আগে, গত ২২ জুন ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি অ্যাথেনা নামের একটি জাহাজ বন্দরে আসে। ওই কয়লা দিয়ে ২৫ জুন বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যায়।
গত ৫ জুন কয়লা সংকটে ১ হাজার ৩২০ মেগাওয়াটের এ বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল।
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জার্জিস তালুকদার জানান, জাহাজটি ইনার অ্যাংকোরেজে আসার পর পরই আমরা লাইটারের মাধ্যমে কিছু কয়লা খালাস করব। পরে এটি আমাদের বিদ্যুৎকেন্দ্রের জেটিতে নিয়ে এসে সরাসরি কয়লা খালাস করা হবে। কয়লা নিয়ে আরও অন্তত ১৫টি জাহাজ বিদ্যুৎকেন্দ্রে আসবে।
আপনার মতামত লিখুন :