• ঢাকা
  • রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ জুন, ২০২৩
আপডেট : ২৭ জুন, ২০২৩



দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালীর ব্যবসায়ী নিহত

গ্রামীণ কণ্ঠ

দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশে ডাকাতের গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ৯টায় ফ্রি স্টেট প্রদেশের বুসাবেলো নামক এলাকায় তাকে হত্যা করা হয়।

নিহতের নাম রিগান ইসলাম। তিনি নোয়াখালীর কবিরহাটের বাটইয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শ্রীনদ্দি উলাল মিয়ার বাড়ির বাসিন্দা।

দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বাংলাদেশি আসিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ’রাত ৯টার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী আগে থেকে রিগানের দোকানের সামনে অবস্থান করছিল। রিগান মালামাল কিনে দোকানের সামনে আসার সঙ্গে সঙ্গে গুলি করলে ঘটনাস্থলে সে নিহত হয়। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।’

রিগানের ছোট ভাই ফাহিম মাহমুদ বলেন, ’বড় ভাই ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় যান। ২০১৮ সালে বিয়ে করেন। তিন বছরের তার একটা পুত্রসন্তান আছে। ভাইয়ার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।’

বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন শাহিন বলেন, ’ভাগ্য পরিবর্তনের জন্য গিয়ে রিগান আজ মারা গেল। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার মরদেহ আনতে সরকারের সহযোগিতা চেয়েছে।’

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর