• ঢাকা
  • শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ জুন, ২০২৩
আপডেট : ২৩ জুন, ২০২৩



আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজ উদ্বোধন

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব সংবাদদাতা: আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর পৌরসভায় প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে একটি সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) দুপুরে জেলা শহরের হাসপাতাল সড়কের কাজ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সড়কের তন্তুবায় সমিতি ভবনের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এসময় লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া ফলক উন্মোচন করে কাজের উদ্বোধন করেন।

মেয়র মাসুম ভূঁইয়া বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। স্বাধীন বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। ৭০ নির্বাচন ও মুক্তিযুদ্ধের বিজয় দুটিই আওয়ামী লীগের অর্জন। আওয়ামী লীগের নেতৃত্বে থেকে বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিয়েছেন। সেই আওয়ামী লীগের নেতৃত্বে থেকে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। তাঁর নেতৃত্বে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে। তাঁর নেতৃত্বে দেশ ডিজিটাল হয়েছে। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কাজ করছেন। এতে আগামি সংসদ নির্বাচনে তাঁকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

এসময় লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, লক্ষ্মীপুর পৌরসভার সচিব মো. আলাউদ্দিন, লক্ষ্মীপুর বণিক সমিতির সহ-সভাপতি আব্দুল আজিজ, পৌরসভার কাউন্সিলর কামাল উদ্দিন খোকন, জসিম উদ্দিন ও আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

পৌর কর্তৃপক্ষ জানায়, হাসপাতাল সড়কটি জনগুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে সড়কটি খানাখন্দ হয়ে পড়ে আছে। এতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে কোভিড-১৯ প্রকল্পের আওতায় সড়কটি সংস্কারে বরাদ্দ দেওয়া হয়। সম্প্রতি এর জন্য ১ কোটি ৪৪ লাখ চৌদ্দ হাজার ১২৫ টাকা অর্থ ছাড় দেওয়া হয়। এতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে উদ্বোধনের সময় নির্ধারণ করেন পৌর মেয়র।

আরও পড়ুন