
ইডেন কলেছে মারামারির পৃথক দুই মামলায় ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ ৩৩ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
উভয়পক্ষের মধ্যে আপোষ মিমাংসা হওয়ায় পুলিশ মামলার সকল আসামিদের অব্যাহতি চেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনে কোন পক্ষই আপত্তি দাখিল না করায় সোমবার (১৯ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্রাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত প্রতিবেদন গ্রহণ করে আসামিদের অব্যাহতি প্রদান করেন।
গত বছরের ২৫ সেপ্টেম্বর ইডেন কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার সমর্থকদের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়।
এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর লালবাগ থানায় দুপক্ষই পাল্টাপাল্টি এ মামলা দুটি দায়ের করেছিল।
আপনার মতামত লিখুন :