নোয়াখালী পৌর এলাকার একটি বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ জুন) বেলা ১১টায় পৌর এলাকার হরিনারায়ণপুর বার্লিংটন মোড় এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃত ব্যক্তি ও নিহতদের পরিচয় জানা যায়নি।
সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান পাঠান এবং ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম মা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :