• ঢাকা
  • রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ জুন, ২০২৩
আপডেট : ১৪ জুন, ২০২৩



হাতপাখার প্রার্থীর ওপর হামলা, আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা

গ্রামীণ কণ্ঠ

সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মপনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম হাওলাদার।

তিনি বলেন, আমি আমার পুরো জীবন আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলাম। গত ৩০ বছর আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে থেকে একজন একনিষ্ঠ আওয়ামী কর্মী হিসেবে কাজ করছি। তবে আওয়ামীপন্থী কিছু লোক একজন আলেমের ওপরে হামলা করায় আমি ব্যথিত। একজন মুসলমান হিসেবে এ হামলার প্রতিবাদস্বরূপ লম্বা আওয়ামী জীবনের ইতি টেনেছি। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

শাহ আলম হাওলাদার কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সাবেক কাউন্সিলর।

আওয়ামী লীগ নেতা শাহ আলম বলেন, ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করীমের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেন। যে কারণে তিনি অনেক ব্যথিত হয়েছেন। তাই একজন মুসলমান হিসেবে তিনি এ দলে আর থাকতে চাচ্ছেন না।

এ বিষয়ে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আ. বারেক মোল্লা বলেন, কুয়াকাটা পৌরসভায় নির্বাচন করার স্বপ্নে কয়েক মাস ধরে হাতপাখার পেছনে ছুটছেন শাহ আলম হাওলাদার। তবে তিনি দলীয়ভাবে এখন পর্যন্ত কোনো পদত্যাগপত্র জমা দেননি। তিনি কখনো মন থেকে আওয়ামী লীগও করেনি।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর