• ঢাকা
  • রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ জুন, ২০২৩
আপডেট : ১২ জুন, ২০২৩



কমলনগরে দোকান লুট মামলায় ২ আসামি কারাগারে

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনগরে দোকানে ঢুকে লুটের ঘটনায় মামলার আসামি শাহজাহান (৪৫) ও আবুল কালামের (৫৫) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১২ জুন) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী অঞ্চল কমলনগর আদালতের বিচারক তারেক আজিজ এ আদেশ দেন।

আদালতের পেশকার জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি শাহজাহান ও কালাম আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেছেন।

আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার শাহজাহান কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের সামসুদ্দিনের ছেলে ও কালাম একই এলাকার মৃত মহসিন মুন্সির ছেলে। এ মামলায় ৮ জুন গ্রেপ্তার হওয়া আসামি মইন উদ্দিন লক্ষ্মীপুর কারাগারে রয়েছেন।

মামলার বাদী মজিবুর রহমানের আইনজীবী মো. সোলাইমান মোল্লা জানান, ৪ জুন লুটের ঘটনায় দোকান মালিক মজিবুর রহমান পাঁচজনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেন। এতে আদালতের বিচারক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ৭ জুন আদালতের নির্দেশনা অনুযায়ী কমলনগর থানায় গ্রেপ্তারি পরোয়ানা নথিভুক্ত করা হয়। পরদিন বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে তোরাবগঞ্জ বাজার থেকে পুলিশের এসআই ইকবাল হোসেন এজাহারভুক্ত আসামি শাহজাহান ও মইন উদ্দিনকে গ্রেপ্তার করেন।
কিন্তু একইদিন রাতে থানার ওসি মোহাম্মদ সোলাইমান আসামি শাহজাহানকে ছেড়ে দেন। এ ঘটনায় রবিবার (১১ জুন) মজিবুর রহমান বাদী হয়ে একই আদালতে ওসিসহ চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। এতে আদালতের বিচারক তারেক আজিজ মামলাটি আমলে নিয়ে ওসিসহ এজাহারভুক্ত চার আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামি ২০ জুন তাদেরকে আদালতে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এজাহার সূত্র জানায়, মামলার বাদী মজিবুর তোরাবগঞ্জ বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী।
প্রতিবেশী শাহজাহানদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে শাহজাহানদের একটি মামলায় গত ১৮ এপ্রিল পুলিশ মজিবুরকে গ্রেপ্তার করেন। ২৪ এপ্রিল শাহজাহানসহ তার লোকজন মজিবুরের দোকানের গ্রিল ভেঙে ভেতরে ঢোকে। দোকানের ওপরেই তার বাসভবন। ঘটনাটি আঁচ করতে পেরে মজিবুরের স্ত্রী নিচে নামলে শাহজাহানসহ তার লোকজন তাকে দোকানের এক কোণে বেঁধে রাখেন। এসময় চিৎকার করলে তাকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। একপর্যায়ে তারা দোকানের প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান। স্থানীয়রা মজিবুরের স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মজিবুর জেল থেকে জামিনে বের হয়ে ৪ জুন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী অঞ্চল কমলনগর আদালতে শাহজাহানসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর