• ঢাকা
  • শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ জুন, ২০২৩
আপডেট : ১২ জুন, ২০২৩



১০ বছরে রাফিয়া

গ্রামীণ কণ্ঠ

মোহনানিউজ ডেস্ক: রুবেলা আক্তার (রাফিয়া’র) আজ ১০ বছর পূর্ণ হয়েছে। শুভ জন্মদিন রাফিয়া।

রাফিয়া ২০১৪ সালের ( ১২ জুন বৃহস্পতিবার) দুপুরে পৃথিবী’র আলো দেখেন।

সাংবাদিক রুবেল হোসেন ও রিমি আক্তারের দাম্পত্য প্রথম কন্যা সন্তান রাফিয়া। এ দাম্পত্যের আব্দুল্লাহ আল-ভারি রাফিদ নামে দুই বছরের এক পুত্র সন্তানও রয়েছে।

রুবেল হোসেন ঢাকা মেইলের লক্ষ্মীপুর প্রতিনিধি। তার কন্যা রাফিয়া দক্ষিণ লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।

রাফিয়ার বাবা-মা বলেন, আমাদের প্রথম সন্তান রাফিয়া বড় হয়ে পড়া-লেখা করে মানসম্মত শিক্ষা অর্জন করে মানবতার কল্যাণে কাজ করবে। তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার বাবা-মা।

আমরা মোহনা নিউজ পরিবারও রাফিয়া ও তার ভাই রাফিদের সুস্বাস্থ্য কামনা করি।

আরও পড়ুন