• ঢাকা
  • সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ জুন, ২০২৩
আপডেট : ৬ জুন, ২০২৩



মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তদারকির নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রামীণ কণ্ঠ

১১,৩৮৭ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ১৮টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।

একনেক সভায় একই দিনে এতগুলো প্রকল্প আগে অনুমোদন দেয়া হয়নি।

এদিকে, সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি কেন বাড়ছে তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। একই সাথে তা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী তদারকির নির্দেশ দিয়েছেন। এছাড়া যেসব প্রকল্প বিদেশি ঋণে বাস্তবায়ত হচ্ছে সেগুলিকে অগ্রাধিকার দিতে বলেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন