• ঢাকা
  • সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ জুন, ২০২৩
আপডেট : ৫ জুন, ২০২৩



বেশি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

গ্রামীণ কণ্ঠ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশবাসীকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে গণভবনে বৃক্ষরোপণ শেষে একথা বলেন তিনি।

সোমবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে দেশের প্রত্যেক নাগরিককে তিনটি করে গাছের চারা লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। একইসঙ্গে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করতে আহ্বান জানান তিনি।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে এ দিবসটি। এ উপলক্ষ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

আরও পড়ুন