• ঢাকা
  • বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ জুন, ২০২৩
আপডেট : ২ জুন, ২০২৩



তেলবাজ

গ্রামীণ কণ্ঠ

তেলবাজেরা মাঝে মাঝে
বদল করে পক্ষ
জুলুমে হয় নেতার হাত
আরো বেশি দক্ষ।
তেলবাজের তেল দেখে
চামচারা হাসে
চামচা আর তেলবাজ
সুখ সাগরে ভাসে।
রূপ কিন্তু একই তাদের
যদিও দুই নাম
কাজও তাদের সেম
দেয় শুধু পাম।

 

লেখক :- মোঃ মোখলেছুজ্জামান (মোর্শেদ)
সহকারী শিক্ষক
লামচরী ফাযিল মাদ্রাসা
রায়পুর, লক্ষ্মীপুর।

আরও পড়ুন