• ঢাকা
  • শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ মে, ২০২৩
আপডেট : ২৮ মে, ২০২৩



মামলা দেওয়ায় নিজের মোটরসাইকেলে আগুন দিলেন কলেজছাত্র

গ্রামীণ কণ্ঠ

যশোরের মণিরামপুরে ট্রাফিক পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে হাফিজুর রহমান (২১) নামে এক কলেজছাত্র নিজের মোটরসাইকেল আগুন ধরিয়ে দিয়েছেন। রোববার (২৮ মে) সকালে মণিরামপুরের রাজগঞ্জের রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মোটরসাইকেল আরোহী হাফিজুর রহমান সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগীখালি ইউনিয়নের রায়টা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি যশোর ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

জানা গেছে, মণিরামপুরের রাজগঞ্জের রামপুর মোড়ে রুটিন দায়িত্ব পালন করছিলেন যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট কবির হোসেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে হাফিজুর ওই এলাকা অতিক্রম করছিলেন। চেকপোস্টে পুলিশের সার্জেন্ট হাফিজুরের গতিরোধ করেন। এ সময় তাদের মাঝে বাগবিতণ্ডার একপর্যায়ে হাফিজুর তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

মোটরসাইকেল আরোহী হাফিজুর জানান, মোটরসাইকেলের কাগজপত্র দেখালেও ড্রাইভিং লাইসেন্স না থাকায় পুলিশ তাকে মামলা দেয়। একপর্যায়ে বাগবিতণ্ডার জের ধরে পালসার মডেলের নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন হাফিজুর।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আশিকুর রহমান জানান, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য হাফিজুরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে ট্রাফিক সার্জেন্ট কবির হোসেন বলেন, মোটরসাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় মামলা দেওয়া হয়েছে। পরে শুনেছি সে নিজের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।

আরও পড়ুন