• ঢাকা
  • শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ মে, ২০২৩
আপডেট : ২২ মে, ২০২৩



আজমতের পক্ষে ভোটের মাঠে নায়ক-নায়িকারা

গ্রামীণ কণ্ঠ

চিত্রনায়ক ফেরদৌস, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুন আক্তার ও চিত্রনায়িকা মাহিয়া মাহি নৌকার পক্ষে ভোট চেয়েছেন। রোববার তারা মহানগরের ধীরাশ্রম, জয়দেবপুর, চান্দনা চৌরাস্তা ও কোনাবাড়ী এলাকার বিভিন্ন স্পটে গাড়িতে শামিয়ানা টাঙিয়ে উৎসুক জনতার উদ্দেশ্যে কথা বলেন।

এ সময় ফেরদৌস বলেন, ঢাকার সঙ্গে গাজীপুরের যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন হয়েছে বাংলাদেশের আর কোনো শহরের এমন উন্নয়নের ছোঁয়া পড়েনি। আর গাজীপুরের এ উন্নয়ন আরও বেশি জরুরি। কারণ মিল ফ্যাক্টরি, সব কিছু গাজীপুরে।

 

তিনি বলেন, গাজীপুরের উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন। গাজীপুরকে স্মার্ট ও ডিজিটাল শহরে তৈরি করতে হবে। সবার হাতে যে মোবাইল ফোন রয়েছে এর মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। ২৫ তারিখ সারা দিন নৌকা মার্কায় ভোট দিন।

 

তিনি বলেন, নৌকার জয় মানে আমাদের জয়, আওয়ামী লীগের জয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়। শেখ হাসিনার নির্বাচিত প্রার্থী আজমত উল্লা খানের জয়।

 

পরে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুন সবার কাছে আজমত উল্লা খানের নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

আরও পড়ুন