• ঢাকা
  • বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ মে, ২০২৩
আপডেট : ১৬ মে, ২০২৩



ড্রাইভিংয়ের আড়ালে চলছিল তার রমরমা মাদক ব্যবসা

গ্রামীণ কণ্ঠ

ড্রাইভিং পেশার আড়ালে করতেন মাদক কারবার। অবশেষে ধরা পড়তে হলো র‍্যাবের হাতে। ফেনীর লালপোল এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিলসহ শরিফুল ইসলাম সুমন (২৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

সোমবার (১৫ মে) দুপুরের দিকে তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর লালপোল এলাকায় শিমুলের ফলের দোকানের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে র‍্যাবের একটি দল। এসময় সন্দেহজনক একটি পিকআপকে থামার সংকেত দিলে পিকআপটি না থেমে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‍্যাব সদস্যরা পিকআপসহ শরিফুল ইসলামকে আটক করেন। এসময় গাড়িটি তল্লাশি করে তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ২৫ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল ইসলাম জানান, তিনি ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিলেন।

ফেনী র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাদেকুল ইসলাম বলেন, আটক ব্যক্তি ও জব্দ মাদক ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন