নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (৮ মে) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এসময় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেদা খানমকে বিদায় সংবর্ধনা ও বর্তমান প্রধান শিক্ষক জসিম উদ্দিনকে বরণ করে নেওয়া হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ফারহানা হক ও শহিদুল ইসলাম।
বক্তারা বলেন, আজকের শিশুরা আগামিদের ভবিষ্যৎ। এদেরকে যোগ্য গড়ে তুলতে শিক্ষকদের সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। শিক্ষকের কাছ থেকে শিক্ষাগ্রহণ করে তারা আগামি দিনের বাংলাদেশ গড়বে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ শিক্ষার্থীদেরকে মেধা বিকাশে শিক্ষকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আপনার মতামত লিখুন :