• ঢাকা
  • বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ মে, ২০২৩
আপডেট : ৫ মে, ২০২৩



লক্ষ্মীপুরে মাটি কাটতেই মিলল হেলিকপ্টারের ধ্বংসাবশেষ

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে মাটি কাটার সময় মুক্তিযুদ্ধকালীন বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ (রোটারসহ পাখার তিনটি অংশ) পাওয়া গেছে। শুক্রবার (৫ মে) সকালে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড় বল্লভপুর গ্রামের একটি ক্ষেতে মাটি কাটার সময় এসব ধ্বংসাবশেষ পাওয়া যায়।

এর আগে গত ২৯ ডিসেম্বর একই এলাকায় মাটি কাটতে গিয়ে হেলিকপ্টারের একটি ধ্বংসাবশেষ (রোটারসহ পাখার একাংশ) পাওয়া যায়। একই এলাকায় বার বার উদ্ধার হওয়া হেলিকপ্টারের ধ্বংসাবশেষগুলো স্থানীয়দের মাঝে কৌতূহল সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানান, এ নিয়ে দ্বিতীয়বারের মতো একই এলাকায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষে পাওয়া গেছে। উদ্ধার হওয়া এসব পাখা ব্রিটিশ আমল অথবা মুক্তিযুদ্ধের সময়ে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বাবুল বলেন, ঘটনাটি শুনেছি। যারা ধ্বংসাবশেষটি উদ্ধার করেছেন, তাদের বলেছি আমার কার্যালয়ে এনে রাখার জন্য। তারা রেখেছেন। আজ সরকারি ছুটি। এ ব্যাপারে রোববার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন