• ঢাকা
  • বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৩
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৩



যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে কমলনগরে প্রতিবাদ সভা

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন কমলনগর উপজেলা আওয়ামী যুবলীগ।

বৃহস্পতিবার বিকালে উপজেলার হাজিরহাট বাজারে উপজেলা যুবলীগের আহবায়ক উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী সভাপতি মোঃ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক এ কে এম নুরুল আমিন রাজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ এম এইচ আহসান উল্লাহ হিরন,যুবলীগ নেতা কফিল উদ্দিন বিপ্লব, ইমান আলী মেম্বার,মোসলেহ উদ্দিন আজাদ,রিয়াজ উদ্দিন কামাল মেম্বারসহ কমলনগর উপজেলা ও ইউনিয়ন ওয়ার্ডের সকল সভাপতি, সাধারণ সম্পাদক কর্মী বৃন্দ।

এ সময় বক্তারা প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অতিদ্রুত চিহ্নিত করে শাস্তির দাবি করেন। উল্লেখ্য, গত মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত পৌনে ১০ টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নাগেরহাট এলাকায় সন্ত্রাসীরা যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিবকে গুলি করে হত্যা করে। এই ঘটনায় ২৭ এপ্রিল রাত ১ টার দিকে নিহত নোমানের বড় ভাই স্থানীয় বশিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে সাবেক চেয়ারম্যান আবুল কাশেম জেহাদীকে প্রধান করে ২৮ আসামি করে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন। মামলা নং ২৭। হত্যাকান্ডে জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন