• ঢাকা
  • শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৩
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৩



প্রচণ্ড গরমে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

গ্রামীণ কণ্ঠ

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ধান কাটতে গিয়ে কালীপদ রায় (৫৫) নামে এক কৃষকের মৃত্যু ঘটেছে।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে তার মৃত্যু ঘটে। কালীপদ রায় উপজেলার দক্ষিণ বাটরা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, কালীপদ রায় সকালে তার নিজের জমির পাকা ধান কাটতে যান। ধান কাটা অবস্থায় জমির মধ্যে হঠাৎ পড়ে যান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার ভাই ঝন্টু রায় বলেন, প্রচণ্ড গরমের মধ্যে ধান কাটা অবস্থায় কালীপদ জমির মধ্যে হঠাৎ পড়ে যান। এরপরই তার মৃত্যু হয়। প্রচণ্ড গরমে এমনটা হতে পারে বলে দাবি করেন তিনি।

তবে কৃষক কালীপদ রায়কে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিশির কুমার গাইন।

আরও পড়ুন