• ঢাকা
  • শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৩
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৩



রিপুর জানাজা বুধবার বিকেলে

গ্রামীণ কণ্ঠ

কমলনগর উপজেলা থেকে নির্বাচিত লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মনিরুল ইসলাম রিপু আর নেই ( ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এর আগে ভোর সাড়ে ৩টার দিকে বাড়িতে অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

 

মনিরুল ইসলাম রিপু কমলনগর উপজেলার চর কাদিরা গ্রামের মোহাম্মদ উল্লাহ মিয়ার এবং বশির উল্লাহ মিয়ার নাতি ছিলেন। তিনি লক্ষ্মীপুর জেলা পরিষদের কমলনগর উপজেলার সাধারণ সদস্য ছিলেন। রিপুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান।

 

তার জানাজার নামাজ আজ বুধবার বিকেল ৪টায় ফজুমিয়ার হাট এলাকায় তার নিজ বাড়ি অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন