• ঢাকা
  • শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৩
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৩



লক্ষ্মীপুরে সাংবাদিকের বাসায় দুঃসাহসিক চুরি

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে সাংবাদিক সাজ্জাদুর রহমানের বাসার জানালার গ্রিল ভেঙে ভেতরে ডুকে দুঃসাহসিক চুরি হয়েছে। এতে সাড়ে ৩ লাখ টাকার স্বর্ণ ও ৩০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল আলম লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড সমসেরাবাদ এলাকায় (সরকারি কলেজের উত্তর পাশে) ঘটনাস্থল পরিদর্শন করেন।

খবর পেয়ে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল ঘটনাস্থলে যান।

ভূক্তভোগী সাজ্জাদ যুগান্তরের রামগতি উপজেলা প্রতিনিধি ও কমলনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি। তিনি যুগান্তর ও এনটিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদের ছোট ভাই। সাজ্জাদ দৈনিক মেঘনারপাড় পত্রিকার নির্বাহী সম্পাদক ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সদস্য।

সাজ্জাদ জানান, বাসায় তালা দিয়ে রোববার (১৬ এপ্রিল) দুপুরে স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে যান। দুইদিন বাসায় কেউ ছিল না। মঙ্গলবার রাত ৮ টার দিকে তারা বাসায় ফিরেন। এসময় শয়নকক্ষের দক্ষিণ পাশের জানালার গ্রিল ভাঙা ও স্টিলের আলমিরা ভাঙা দেখতে পান। ওই কক্ষে থাকা জামা-কাপড়সহ আসবাবপত্রও ছড়িয়ে ছিটিয়ে ছিল। আলমিরা থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকার স্বর্ণালংকার, ৩০ হাজার টাকাসহ ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরের দল।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) জহিরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরি হওয়া মালামালের তথ্য নেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন