ভোলা প্রতিনিধি: ভোলা-৪,চরফ্যাশন-মনপুরার স্থানীয় নেতৃত্বের রুপকার কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় ভোলার শশীভূষণে থানা বিএনপি’র ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭এপ্রিল) বিকাল ৫ টার দিকে শশীভূষণ থানা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আলহাজ¦ রফিকুল ইসলাম বেপারীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সহ-সভাপতি কয়ছর আহম্মদ কমল, ছাত্রবিষয়ক সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিকদার হুমাইন কবির, চরফ্যাশন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভ’ট্রো, উপজেলা বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, শশীভূষণ থানা যুবদল নেতা কামরুজ্জামান শাহীন, চরফ্যাশন উপজেলা যুবদল নেতা মো. ইজাজ মাহমুদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কাজী অনিক, শশীভূষণ থানা যুবদল নেতা মো. মাকসুদুর রহমান প্রমুখসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা হারুন আর রসিদ।
আপনার মতামত লিখুন :