দেশজুড়ে চলছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। তীব্র গরমে জনজীবনে বেড়েছে ভোগান্তি। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭২ ঘন্টা পর থেকে কমতে শুরু করবে চলমান গরম।
শনিবার সকালে (১৫ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
দেশের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের অন্য জেলাগুলোতেও তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করেছে।
আবহাওয়া অফিস বলছে, আগামী ৭২ ঘন্টা পর থেকে হ্রাস পাবে দিনের তাপমাত্রা। এই সময়ের পর থেকে ধীরে ধীরে কমে আসবে গরম। আরেক বার্তায় বলা হয়েছে, আগামী ৫ দিনের মধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চলে (সিলেট বিভাগ) ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আপনার মতামত লিখুন :