• ঢাকা
  • রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৩
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৩



কাভার্ডভ্যানের ধাক্কায় টোল আদায়কারী নিহত

গ্রামীণ কণ্ঠ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় তানভির তাহসিন সামির নামে বসুরহাট পৌরসভার এক টোল আদায়কারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সামির কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেলাল হোসেনের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী রায়হান খান বলেন, ‘একটি কাভার্ডভ্যান টোল না দিয়ে পালিয়ে যাচ্ছিল। সামির একটি সিএনজিতে করে বসুরহাট বাইপাস সড়কের করালিয়া এলাকায় গিয়ে কাভার্ডভ্যানটির গতিরোধ করার চেষ্টা করেন। কিন্তু কাভার্ডভ্যানটি না থেমে উল্টো চাপা দিয়ে টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

কোম্পানীগঞ্জ থানার ওসি সাদেকুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে কাভার্ডভ্যান ও চালককে আটক করা সম্ভব হয়নি।’

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর