নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) কামরুল সরকার তার এক বছরের ভাতা দিয়ে ১০ টি মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার দিয়েছেন। কামরুল সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে করাতিরহাট বাজারে কামরুলের ব্যক্তিগত কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে ইমাম-মুয়াজ্জিনদেরকে ঈদ উপহার হিসেবে সম্মানি তুলে দেওয়া হয়।
কামরুল চররমনী মোহন ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা মেম্বার এসোসিয়েশনের আহবায়ক।
ইউপি সদস্য কামরুল সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কে এম বাপ্পী কবীর।
বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য ইয়াকুব সরকার, আওয়ামী লীগ নেতা শাহ আলম সরকার, আলতাফ খান ও করাতিরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি ইয়াসিন সরকার।
কামরুল সরকার জানান, ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর নিজ এলাকাসহ আশপাশের ওয়ার্ডে তিনি সরকারি অর্থায়নে ৩৪ টি উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছেন। এ এক বছরে তিনি পরিষদ থেকে প্রায় ৪১ হাজার টাকা ভাতা পেয়েছে। সে টাকা তিনি স্থানীয় ইমাম-মুয়াজ্জিনদেরকে ঈদ উপহার হিসেবে সম্মান করেছেন।
আপনার মতামত লিখুন :