হাতে রজনীগন্ধা ফুল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন কয়েজন পুলিশ সদস্য। মোটরসাইকেল নিয়ে যারা আসা-যাওয়া করছেন তাদের প্রত্যেককে থামানো হচ্ছে। যেসব চালক হেলমেট পরেছেন, তাদের দেওয়া হচ্ছে ফুল ও ইফতার। আর যারা হেলমেট পরেননি তাদের দেওয়া হচ্ছে মামলা, করা হচ্ছে জরিমানা। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে এমন দৃশ্য দেখা যায় বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথায়।
পুলিশের কাছ থেকে এমন ফুলেল শুভেচ্ছা পেয়ে আনন্দিত চালকরা। সামছুল আলম নামের এক মোটরসাইকেল চালক বলেন, ‘সাধারণত দুর্ঘটনার হাত থেকে রক্ষার জন্যই সবসময় হেলমেট পরি। পুলিশের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা পেয়ে আমি অনেক খুশি। পুলিশের এমন উদ্যোগে সকলের মধ্যে সচেতনতা বাড়বে, এটি প্রশংসনীয়।’
আরিফুল ইসলাম নামের আরেক চালক বলেন, ‘নিজের নিরাপত্তার জন্য আমাদের সবাইকে হেলমেট পরে রাস্তায় বের হওয়া উচিৎ।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আকতার বলেন, ‘যারা হেলমেট পরছে, তাদের ফুল দিয়ে উৎসাহিত করা হচ্ছে। সড়ক দুর্ঘটনায় বড় ধরনের ঝুঁকির হাত থেকে রক্ষা এবং সচেতনতা বাড়াতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।’ জেলা পুলিশের সহযোগিতায় এই সচেতনতামূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :