• ঢাকা
  • রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৩
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৩



ভোলায় বিপুল পরিমাণ মাছ জব্দ, ২ জেলে আটক

গ্রামীণ কণ্ঠ

ভোলা সংবাদদাতা: ভোলার মেঘনা নদীতে দুইটি ট্রলারসহ বিপুল পরিমাণ ইলিশ ও বিভিন্ন ধরণের মাছ জব্দ করা হয়েছে। এসময় দুই জেলেকে আটক করেছেন কোস্টগার্ড সদস্যরা।
আটককৃত জেলেরা হলেন ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের বাসিন্দা মো. সামছুদ্দিন ও মো. হাসান।

বুধবার রাতে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন এলাকার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বলেন, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন এলাকার অভিযান চালিয়ে মেঘনা নদীতে দুইটি ট্রলারে তল্লাশি চালিয়ে ৩ হাজার কেজি ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ জব্দ করেন। পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও অসহায়, দুস্থদের মাঝে বিতরণ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য-গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসের জন্য ভোলার ইলিশা থেকে চর পিয়ালের ৯০ কিলোমিটার মেঘনা নদী এবং ভেদুরিয়া থেকে চর রুস্তমের ১০০ কিলোমিটার তেঁতুলিয়া নদীতে ইলিশের অভয়াশ্রম হওয়ায় সব ধরনের মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর