অল্পবিস্তর ২৭টি দেশের ভাষা জানেন আলোচিত আব্দুল্লাহ কালু ওরফে ভাইরাল কালু। পর্যটক হয়রানির অভিযোগে কালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে জানা গেছে, কালু মূলত বিদেশিদের দোভাষী হিসেবে কারওয়ান বাজার এলাকায় কাজ করেন।
অস্ট্রেলিয়ান ইউটিউবার লুক ডামান্টকে বিরক্ত করেছিলেন―এমন অভিযোগে সেই ইউটিবার কালুকে এড়িয়ে চলার পরামর্শ দেন। ৩২ লাখ সাবস্ক্রাইবারের চ্যানেলে কালুকে নিয়ে ছবিসহ করা পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
কালু কারওয়ান বাজারের সোনারগাঁও প্যান প্যাসিফিক ও হাতিরঝিল মোড়ে হোটেল ইনে বিদেশিদের টার্গেট করে টাকা চাইতেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়। তবে কালুর দাবি তিনি ৪২ বছর ধরে দোভাষী হিসেবে কাজ করছেন।
লুক ডুমান্ট কালুর ছবি পোস্ট করার পর দেশীয় ইউটিউবাররা কালুকে খুঁজতে থাকেন। একসময় কারওয়ান বাজারে পেয়েও যান। এরপর কালু দেশীয় ইউটিউবারদের মাধ্যমে ভিডিও বার্তায় ইউটিউবার লুক ডামান্টের কাছে ক্ষমা চান। তিনি বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। এমন আমি আর করব না। আই অ্যাম সরি, এটা একটা দুর্ঘটনা।’
ওই ভিডিওতে কালু জানান, তিনি ইংরেজি ভাষায় কথা বলতে পারেন। ইংরেজি কিভাবে শিখলেন এর জবাবে কালু বলেন, ‘ছোটবেলাতে তার ইংল্যান্ড যাওয়ার কথা ছিল, একজন ব্রিটিশ নাগরিকের সঙ্গে পরিচয় হয়েছিল। তিনি আমাকে নিয়ে যেতে চেয়েছিলেন। ভিসাও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত টাকার জন্য যেতে পারিনি। সে সময়ই ইংরেজি শিখি।’
কালু বলেন, ‘বিদেশিদের আমি বিভিন্ন দর্শনীয় স্থান দেখাতে নিয়ে যাই। এই কাজ করছি আমি ৪২-৪৩ বছর ধরে। ফ্রান্স, ইতালি, জার্মানি, যুক্তরাষ্ট্র, রোমানিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিশ্বের অসংখ্য দেশের পর্যটকদের নিয়ে কাজ করেছি। তাদের দেশ দেখিয়েছি।’
এ সময় কালু বেশ কিছু পুরাতন ছবি দেখান। যেখানে তিনি বিদেশি পর্যটকদের সঙ্গে ছবিতে রয়েছেন।
স্প্যানিশ, জার্মান, ফ্রেঞ্চ, রাশিয়ান, থাই, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, আরবিসহ মোট ২৭টি ভাষায় অল্পবিস্তর কথা বলতে পারেন বলে কালের কণ্ঠকে জানিয়েছেন একজন দেশীয় ইউটিউবার।
এদিকে ঢাকায় বেড়াতে আসা অস্ট্রেলিয়ান ইউটিউবার লুক ডামান্টকে বিরক্ত করা সেই বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার সকালে ‘ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ’ ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।
ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার ডিএমপি অ্যাক্টে গ্রেপ্তার কালুকে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :