• ঢাকা
  • রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ মার্চ, ২০২৩
আপডেট : ২১ মার্চ, ২০২৩



স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট শিক্ষার্থীরা ভিত্তি হিসেবে কাজ করবে : মাকসুদ কামাল

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব সংবাদদাতা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এএসএম মাকসুদ কামাল বলেছেন, যিনি কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, তিনিই স্মার্ট নাগরিক। তবে স্মার্ট হতে হলে পড়ালেখা করতে হবে। ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। সরকারের পরবর্তী লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠন। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার। স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট শিক্ষার্থীরাই ভিত্তি হিসেবে কাজ করবে।

সোমবার (২০ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাকসুদ কামাল আরও বলেন, মুক্তিযুদ্ধের স্লোগান আমাদের জীবনের সাথে মিশে আছে। কিন্তু শিক্ষার্থীদের জীবনের বড় সত্য হলো প্রকৃত মানুষ হওয়া। বঙ্গবন্ধু প্রকৃত মানুষ হওয়ার কথাই বলেছেন। সুতরাং শুধু স্লোগানের উপর নির্ভর থাকলে হবেনা। পড়ালেখার প্রতিও গুরুত্ব দিতে হবে। বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান বলেছেন, সবকিছু করো, তবে পড়ালেখাও করতে হবে।

ভবানীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহাদাত হোসেন রিয়াজের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসীম উদ্দীন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাজেরুল ইসলাম, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুসাইন ভুলু ও ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর